২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আইফোন কেনার টাকা কিডনি রোগীকে দিলেন চিকিৎসক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা কিডনি রোগে আক্রান্ত সবুজ মিয়া নামের একজনের চিকিৎসার জন্য দান করেছেন চিকিৎসক সাকিল সরোয়ার। পিরোজপুর শহরের শিকারপুর সড়ক এলাকার এ বাসিন্দা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত আছেন।

এ বিষয়ে সাকিল সরোয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি অনলাইনের মাধ্যমে সবুজের বিষয়ে জানতে পারি। অসুস্থ স্বামীর জন্য সবুজের স্ত্রী কিডনি দিতে রাজি হলেও শ্বশুর পক্ষের লোকজন বাধা দেয়, তখন থেমে যায় কিডনি দেওয়া। এরপর এগিয়ে আসেন সবুজের মা। তখন সমস্যা দেখা দেয় টাকার। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে ১১ হাজার টাকা লাগে। আমি বিষয়টি শুনতে পেরে সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করি এবং ৬ মাস ধরে আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা তার হাতে তুলে দেই।’

এ চিকিৎসক জানান, তিনি ছাড়াও এক প্রবাসী সবুজ মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন সবুজ মিয়াকে এক লক্ষ টাকা দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সবুজ মিয়ার কিডনির অপারেশন হবে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন