৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আকাশে রহস্যময় সবুজ আলো, বিজ্ঞানীদের কাছে নেই ব্যাখ্যা! (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ২৪ জুন ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: আমাদের বারবারই অবাক করে দেয় কিছু ঘটনা। যা মানুষ যেন সংজ্ঞায়িত করতে পারে না। বুঝতে পারে না বিজ্ঞানও। তেমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি আকাশে এক অবাক করা সবুজ আলো দেখা দিয়েছে, স্থানীয়রা মনে করছেন এ এক অশুভ ইঙ্গিত।

এ ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন বিজ্ঞানীরা, তাদের কাছে এর কোনও নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তারা নিজেদের মতো করে এর এক রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন, এটি কোনও মহাজাগতিক বর্জ্য হতে পারে। মানে কোনও স্যাটেলাইটের ভগ্নাবশেষ এটি হতে পারে। হতে পারে এটি কোনও রকেটের ভগ্নাংশও। তবে একেবারে নিশ্চিত হয়ে বলার উপায় নেই, এটি ঠিক কী।

ক্যানবেরায় উপস্থিত নাসার প্রতিনিধি জানিয়েছেন, সম্ভবত এটি লোহার তৈরি কোনও দ্রব্য, যেটি দ্রুত গতিতে যাচ্ছে। যার ফলে এই সবুজ আলো তৈরি হয়েছে। এটির ওজন আনুমানিক ১০০ টন হতে পারে। এটি ক্রমাগত পুড়ে যাচ্ছে বলে এমন সবুজ রং তৈরি হয়েছে। যদিও স্থানীয়রা কেউ কেউ বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। তাই হঠাৎ করে সবুজ আলোর ছটা তাদের মনে ‘অপবিত্র’ ইঙ্গিত দিচ্ছে। সূত্র : নিউজ এইটটিন।

ভিডিও দেখতে ক্লিক করুন

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন