২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এবার ‘ভুয়া এসপি’ র‌্যাবের জালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪ এর জানতে পারে, মো. ফজলুর রহমান ওরফে কান্দু (৪০) নামে এক ব্যক্তি নকল ওয়াকিটকি সেট ও নকল পুলিশ আইডিসহ হয়রত শাহআলী (রহ.) এর মাজারের ভেতরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে একটি দল। আটক করা হয় ‘ভুয়া এসপি’কে। তার বাড়ি নীলফামারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্থদিন যাবৎ ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার মাদক কারবারি, জুয়ার আসর পরিচালনাকারী, কালোবাজারি ও মাজারে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের সাথে গোপনে সখ্যতা গড়ে তোলে এবং বিভিন্ন অবৈধ কাজের সহায়তার আশ্বাস দেয়। কখনো নকল ওয়াকিটকি সেট ও নকল পুলিশ আইডিসহ সরাসরি উপস্থিত হয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হতিয়ে নেয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এ রূপ অসাধুচক্রের বিরুদ্ধে র‌্যাব ৪ এর অভিযান অব্যাহত থাকবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন