২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৩৩ লাখ মানুষ বেকার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। দেশটিতে ‘লকডাউন’ করায় চাকরি হারিয়েছেন অনেক মানুষ। সে দেশের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এক সপ্তাহে ৩৩ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন, যা রেকর্ড। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৯৮২ সালে একবার এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার মানুষ বেকারভাতার আবেদন করেছিলেন। এবার তার পাঁচ গুণ বেশি মানুষ এই আবেদন করেছেন।

বিশ্লেষকেরা বলছেন, যেমনটি আঁচ করা হচ্ছে, পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস–পরিস্থিতি এখনো নাজুক। বাণিজ্যিক কার্যক্রম স্তিমিত। গাড়ি নির্মাতারা কাজ বন্ধ রেখেছেন, উড়োজাহাজ ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে।

অর্থনীতিবিদেরা বলছেন, মার্কিন জনগণের এক পঞ্চমাংশ এখন লকডাউন পরিস্থিতিতে আছে।

কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। আশা করা হচ্ছিল, সামনের সময়ে দেশটির শ্রমবাজার আরও শক্তিশালী হবে। তবে পরিস্থিতি ওলট-পালট হয়ে গেল করোনার কারণে। গত সপ্তাহে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, বেকারত্বের হার ১৩ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এক নম্বরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫২০ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮২ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন