২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

করোনাভাইরাস: হাসপাতালে নেওয়ার পথে মেয়ের কোলে ঢলে পড়লেন বাবা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৩ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস: হাসপাতালে নেওয়ার পথে মেয়ের কোলে ঢলে পড়লেন বাবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> চার দিন আগে রাজধানী পুরান ঢাকার হাজারীবাগের বাসিন্দা ৬২ বছর বয়সী আনোয়ার হোসেনের করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

আজ সকাল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় আনোয়ার হোসেনের। অসুস্থ বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়ে ঝুমা আক্তার। সিএনজি চালিত অটোরিকশায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় পথে থাকার পুরো সময়টা ঝুমা তার বাবাকে আগলে ধরে ছিলেন।

বেলা ১২টার দিকে হাসপাতালের সামনের লোকজনের সহায়তায় বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান ঝুমা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার বাবা মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক আনিসুর রহমানকে ঝুমা জানান, তার বাবা দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

দুপুর ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঝুমা তার বাবার মরদেহ নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন