৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কলাপাড়ায় ১২৮ অন্ধকার ঘরে আলো জ্বললো

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর কলাপাড়ায় ১২৮ পরিবার পেল বিদ্যুতের নতুন সংযোগ। উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের ১২৮ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদার ।

সোমবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, ছাত্রলীগের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুত সমিতির কলাপাড়ার ডিজিএম সুদেব কুমার সরকার।’

জানা গেছে- আড়াই কিলোমিটার এলাকায় ৪২ লাখ টাকা ব্যয় পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে নতুন ১২৮ পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হলো। গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উৎফুল্ল।

এ ব্যাপারে আজিমপুর গ্রামের অধিবাসী মো.সোবহান মিয়া জানান, নতুন বিদ্যুত পেয়ে তারা খুব খুশি। তারা বিদ্যুতের সেবা পাবে তা এক সময় তাদের অভাবনীয় বিষয় ছিল বলে উল্লেখ করেন তিনি।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন