২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাঙচুর-হামলা: গ্রেপ্তার ৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৫ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০২১

কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাঙচুর-হামলা: গ্রেপ্তার ৫

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে শনিবার রাতে চিরাপাড়ায় সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান, মামুন মোড়ল ও মিন্টু তালুকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন-এনায়েত সরদার, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকব বলেন, আমি নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে নৌকা মার্কার প্রধান নির্বাচনী অফিসে মতবিনিময় সভা করছিলাম। সাইকেল প্রতীকের সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় অফিসে টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় আমার বড় ভাইসহ সাত সমর্থক আহত হয়েছেন।

এ ব্যাপারে সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু জানান, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজ রোববার সকালে ৫জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আজ বিকালে পিরোজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন