২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘কি ভাতিজা, রং সাইডে গাড়ি চালাও; রাস্তা চেনো না? ফিডার খাও?’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৯ পূর্বাহ্ণ, ১০ জুলাই ২০১৯

মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা। বাংলাদেশের সব বয়সী মানুষের কাছে তিনি একজন খলনায়ক হিসেবে পরিচিত। কিন্তু এবার তিনি সবার সামনে বিজ্ঞাপনচিত্র নিয়ে হাজির হয়েছেন। তার এই বিজ্ঞাপনচিত্রটি প্রচারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে ‘দেশ আমার দোষ আমার’ শীর্ষক একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনটি মূলত সড়ক নিরাপত্তা নিয়ে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন।

বিজ্ঞাপনচিত্রে দিয়ে ডিপজল তার চেনা ঢংয়ে সংলাপ বলে যান। সেখানে দেখা যায়, সামনে এসে টোকা দিয়ে ডিপজল তার চেনা ঢংয়ে বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও; রাস্তা চেনো না? ফিডার খাও?’

মনোয়ার হোসেন ডিপজল বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ১৯৮৬ সালে ‘টাকার পাহাড়’ সিনেমা দিয়ে। এই সিনামার পর অভিনয় জগতে পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হাজারো ভক্ত তার সিনেমা গ্রহণ করেছেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন