২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত জোড়া কচ্ছপ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:০৬ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একসঙ্গে দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার একটির ওজন প্রায় ৪০ কেজি অন্যটির ওজন ৩৫ কেজি। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দুটি ভেসে এসেছে এমন খবর পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরবর্তীতে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে কচ্ছপ দুটিকে মাটিচাপা দেওয়া হয়।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মূলত কদিন আগে জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়া কারণে ওরা তীরে আসতে পারে।

এই কাছিমগুলোতে জেলিফিশ খেতে পছন্দ করে। আজকে যে কাছিম দুটি আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে কেউ আঘাত করেছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, দুটি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন দেখেছি এবং রক্তক্ষরণ হচ্ছিল, মনে হচ্ছে কোনো কিছুর সঙ্গে আটকে মারা গেছে। বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছে তথ্য পেয়ে ফোর্সসহ দ্রুত চলে আসি। কচ্ছপ দুটিকে মাটি চাপা দিয়েছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

99 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন