২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কোরআন পুড়ানোর প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:১৮ অপরাহ্ণ, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

কোরআন পুড়ানোর প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহাগ্রন্থ আল- কোরআন পুড়ানোর প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ডাওরী বাজার প্রদক্ষিণ করে। পরে ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, পবিত্র কুরআন পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এ ধরণের উগ্রবাদীরা পৃথিবীর শান্তি- শৃঙ্খলার জন্য হুমকি। এসব উগ্রবাদীদের রুখতে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

আল্লামা উজির আহমদ কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোহাম্মদ ফখরুউদ্দিন রাজির সভাপতিত্বে এসময় ডাওরীহাট বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি মুবাশ্বির আহমেদ সাদী, ডাওরীহাট বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেম শরীফ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন