২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০১৯

রেজাউল করিম রেজা:: বরিশালের গৌরনদী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাদল খান (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মাহিলাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা সদরের দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বাদল খান গৌরনদী বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, বরিশাল শহর থেকে ভারতীয় ভিসা সংগ্রহ করে রাতে বন্দরের অপর ব্যবসায়ী জাকির ফকিরকে নিয়ে মোটরসাইকেলে গৌরনদীতে ফিরছিলেন বাদল খান। রাত ৮টার দিকে তাঁরা মাহিলাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তাঁরা। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বাদল খানকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়- আজ বৃহস্পতিবার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাওয়ার কথা ছিল বাদল খানের। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক আমির হোসেন বরিশালটাইমসকে বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে ঘাতক মাইক্রোবাসটি আটকে তৎপরতা শুরু করেছেন।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন