২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঘূর্ণিঝড় ফনির কারণে ভোলার অনেকেরই বিসিএস পরীক্ষা অনিশ্চিত!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৪ পূর্বাহ্ণ, ০৩ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঘূর্ণিঝড় ফনির কারণে ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীরা। এদের অনেকেরই ঢাকা এবং বরিশালে কেন্দ্র হওয়ায় আজকের (শুক্রবার) পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।

তবে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বৃহস্পতিবার রাতে বলেন, বৃহস্পতিবার সকালে নৌযান বন্ধ হওয়ার পর অনেক পরীক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ভেদুলিয়া ফেরিঘাট থেকে একটি বিশেষ ফেরিতে সন্ধ্যায় প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীকে লাহারহাট হয়ে বরিশালের পাঠিয়েছি। এছাড়াও শুক্রবার ভোরে আরও পরীক্ষার্থীকে পাঠানো হবে।

ভোলায় প্রায় এক হাজার পরীক্ষার্থী থাকলেও সঠিক সময় যোগাযোগ না করায় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের। এছাড়াও অনেক পরীক্ষার্থী ঢাকায়ও পরীক্ষা দেয়ার কথা থাকলেও তারাও ঢাকায় যেতে পারছেন না।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন