২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জঙ্গি হানা রুখে দিতে পুলিশ প্রস্তুত: বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৯ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ঝালকাঠি প্রতিবেদক:: এবারের ঈদের বরিশাল বিভাগের কোথাও জঙ্গি হামলার চালানোর কোন সুযোগ নেই এবং দেওয়া হবে না। পূর্বাভাস পেয়ে ইতিমধ্যে প্রতিটি জেলা শহরে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। সুতরাং যেকোন মূল্যে এই অঞ্চলে জঙ্গিদের হানা এবং হামলা রুখে দেওয়া হবে। মঙ্গলবার সকালে ঝালকাঠির পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম এসব কথা বলেন।

উপ-মহাপরিদর্শক শফিকুল ইসলাম বলেন- সরকার জঙ্গিদের দমনে সোচ্চার রয়েছে। দেশ থেকে জঙ্গিদের মূল উৎপাটন করা হয়েছে। তার পরও পুলিশের কাছে যেসব তথ্য রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বরিশালের কোথাও জঙ্গিরা হামলা করতে পারবে না বলেও আমরা নিশ্চিত।

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুলিশ লাইনসে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ডিআইজি শফিকুল ইসলাম। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লা, মো. ছোয়াইব এবং এম এম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন