২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান দিলো নবজাতক!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫০ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মায়ের পেট থেকে জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে এক নবজাতক। যদিও ছবিটা পুরনো, কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে সেটি। আর সেই ছবিতেই করোনা থেকে মুক্তির আশার বার্তা খুঁজছেন নেটিজেনরা।

নবজাতক কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই এক মুখ হাসি চিকিৎসকের। এই ছবি যখন তোলা হয় তখন করোনাভাইরাসের নামই শোনা যায়নি। কিন্তু সেই ছবিই আজকের এই মাস্ক বাধ্যতামূলক হয়ে যাওয়া সময়ে ছড়িয়ে পড়েছে।

আবার কবে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে তার অপেক্ষায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ। সবার চিন্তা, কবে বিদায় নেবে এই মহামারী করোনা। সেই কথাটা বলতেই এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব। সঙ্গে লিখেছেন, আমরা সবাই চাই, যেন খুব তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলা যায়।

শুধু এই চিকিৎসক নন, সকলেই যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক থেকে মুক্তির দিন চাইছেন। আর সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। হাজার হাজার লাইকও পাচ্ছে ছবিটা। কমেন্টও অনেক। কেউ বলছেন, এটাই ২০২০ সালের সেরা ছবি। আবার কারও কারও দাবি, এই ছবিই সুস্থ ভবিষ্যতের প্রতীক।
সূত্র: ইন্ডিয়া ডটকম, নিউজ১৮, টাইমস নাউ নিউজ

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন