২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জাতীয় পতাকা অবমাননা: খালেদার মামলার শুনা‌নি ৪ ন‌ভেম্বর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৯

বার্তা পরিবেশক অনলাইন:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা ও মু‌ক্তি‌যোদ্ধা‌দের অবমাননার মামলায় অভিযোগ গঠন শুনানির তা‌রিখ পি‌ছি‌য়ে ৪ ন‌ভেম্বর নির্ধারণ ক‌রে‌ছেন আদালত।

বহস্প‌তিবার (১৭ অক্টোবর) এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে চিকিৎসাধীন খালেদা জিয়াকে এদিন আদালতে হাজির করা হয়নি।

তাই কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নতুন এ দিন ধার্য করেন।

সাংবাদিকদের নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

সবশেষ গত ১ অ‌ক্টোবর এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সেদিনও অসুস্থ খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় ১৭ অ‌ক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল।

২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে জাতীয় পতাকা অবমাননা মামলাটি দায়ের করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন