২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জাদু দেখাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন জাদুকর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ১৮ জুন ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে হাতে-পায়ে শিকল বেঁধে ম্যাজিক দেখাতে নেমে তলিয়ে গেছেন চঞ্চল লাহিড়ী ওরফে ম্যানড্রেক নামের এক জাদুকর।

রবিবার হাওড়া ব্রিজ থেকে ক্রেনে তাকে গঙ্গার পানিতে নামিয়ে দেওয়া হয়। কিন্তু পরিকল্পনামাফিক বাঁধন খুলে সাঁতার কেটে বেরিয়ে আসতে পারেননি তিনি। সবার চোখের সামনেই গঙ্গার পানিতে তলিয়ে গেছেন এই জনপ্রিয় জাদুকর।

এই জাদু দেখানোর অনুমতি ছিল না তার। এই জাদুকর মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, ওই জাদুকরের শরীরে আটকানো শিকলে অন্তত ছয়টি তালা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং ডুবুরিদের একটি দল ওই এলাকায় তল্লাশি শুরু করে।

একজন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, জাদুকর লাহিড়ীর মৃতদেহ না পাওয়া পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা যাবে না।

বিশ বছর আগে একটি কাঁচের বাক্সের ভেতর ঢুকিয়ে এই নদীর তলদেশে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল। তবে তখন তিনি নিরাপদে নিজেকে মুক্ত করে আনতে পেরেছিলেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন