২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে ডিআইজির পূজা মন্ডপ পরিদর্শন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২১

ঝালকাঠি প্রতিনিধি >> ঝালকাঠির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সোমবার রাতে তিনি ঝালকাঠি শহরের বাগানবাড়ি, মদন মোহন আখড়া বাড়ি ও কালীবাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ হিন্দু ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাদের কাছে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

পূজামন্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকলে মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়।

শহরের ফায়ারসর্ভিস মোড়স্থ মদন মোহন আখড়া বাড়ি মন্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থীদের অনুরোধে ডিআইজি এসএম আক্তারুজ্জামন একটি গান পরিবেশন করেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন