২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২২ পূর্বাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মানপাশা ইউনিয়নের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা এখন অনেক উন্নত। পদ্মাসেতু এবং পায়রা বন্দরের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। আগামী ১’শ বছর পর বাংলাদেশ কোন পর্যায়ে যাবে সেই লক্ষে বিভিন্ন পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার।

জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

বক্তারা ভিশন-২০৪১, এসডিজি, প্রধানমন্ত্রী শেখে হাসিনার বিশেষ ১০ উদ্যোগ ব্রান্ডিং, মাদক প্রতিরোধ এবং তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন