২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঢাকা ডমিনেটরসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২৩

ঢাকা ডমিনেটরসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের লড়াই থামিয়ে বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছেন ফরচুন বরিশাল। ঢাকা ডমিনেটরসকে হারিয়েছে ১৩ রানে। টানা পাঁচ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিব আল হাসানের দল। সমান ৬ ম্যচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সেরও সমান ১০ পয়েন্ট।

বরিশালের দেওয়া ১৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে দেড়শ পেরিয়ে থামে ঢাকা। নাসিরের অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দলটি।

৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন নাসির। মিঠুন করেন ৩৮ বলে ৪৭ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৯ রান।

বরিশালের চতুরাঙা ডি সিলভা, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

৮৯ রানে ৫ উইকেট হারানো ফরচুন বরিশালকে আবারও টেনে তোলেন ইফতিখার আহমেদ। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে তোলে ১৭৩ রান।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান এদিনও অপরাজিত থাকেন, খেলেন ৩৪ বলে ৫৬ রানের মূল্যবান ইনিংস। মাহমুদউল্লাহ করেন ৩১ বলে ৩৪ রান। শুক্রবার সন্ধ্যার ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার অধিনায়ক নাসির টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তাসকিনকে প্রথম ওভারে দুটি চার মেরে ইনিংস শুরু করা ওপেনার সাইফ হাসানকে দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরান সালমান ইরশাদ। তার ব্যাটে আসে ১০ রান।

মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়া আরেক ওপেনার এনামুল হক বিজয়কে ৬ রানে তৃতীয় ওভারে সাজঘরে ফেরান স্পিনার আরাফাত সানি।

পাওয়ার প্লের শেষ ওভারে অধিনায়ক নাসিরের শিকার হন ১০ রান করা লঙ্কান ব্যাটার চতুরাঙ্গা ডি সিলভা। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সাকিবের বরিশাল।

সপ্তম ওভারে মুহাম্মদ ইমরানের উপর চড়াও হন পাঁচে নামা অধিনায়ক সাকিব। দুটি ৪ ও এক ছক্কায় ওই ওভারে আসে ১৪ রান। পরের ওভারেই কাটা পড়েন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে তিনি ১৭ রান করতে সক্ষম হন।

মিরাজের বিদায়ে ক্রিজে আসেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদ। মুক্তারের বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ৩০ রান করেন সাকিব। আর কোনো উইকেট নিতে পারেনি ঢাকার বোলাররা।

ঢাকা ডমিনেটর্সের পক্ষে অধিনায়ক নাসির ১৬ রান খরচায় ২ উইকেট নেন। আরাফাত সানি, মুক্তার আলী ও সালমান ইরশাদ নেন ১টি করে উইকেট।’

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন