২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

তরমুজও টুকরো করে বিক্রি! ক্রেতাদের সুবিধার্থে ‘স্বপ্ন’র এই সিদ্ধান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ২৩ মার্চ ২০২৩

তরমুজও টুকরো করে বিক্রি! ক্রেতাদের সুবিধার্থে ‘স্বপ্ন’র এই সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নিত্যপণ্যের উর্ধ্বগতির বাজারে ক্রেতাদের সুবিধার্থে মুরগি ও গরুর মাংস পিস হিসেবে বিক্রির ঘোষণা দিয়ে আলোচনায় আসে সুপার মার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’। এই প্রতিষ্ঠানটি এবার রমজান মাসজুড়ে রসালো ফল তরমুজও টুকরো করে বিক্রির সিদ্ধান্ত নিল। একটি আস্ত তরমুজ কেটে টুকরা করে কোয়ার্টার, হাফ ও ফুল-এমন সাইজে বিক্রির উদ্যোগ নিয়েছে।

‘স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল সাংবাদিকদের বলেন, সবার সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরা করে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসেবে পণ্য বিক্রি করে থাকি। তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসেবে তরমুজ ক্রেতারা কিনতে পারবেন। এর ফলে ৫০ থেকে ৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন স্বপ্ন থেকে কিনতে পারবেন। এখন থেকে স্বপ্নর সব আউটলেটে গ্রাহকরা এ সেবা পাবেন।

এর আগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রি শুরু করে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।’

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন