২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নামকরা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকের কম্পিউটারে আপত্তিকর ছবি, হতভম্ব সবাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫০ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন ::  ইংল্যান্ডের নামকরা প্রতিষ্ঠান কভেন্ট্রি ইউনিভার্সিটি। আর সেই বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকের কম্পিউটার থেকে সাত শতাধিক আপত্তিকর ছবি পাওয়া গেছে।

জানা গেছে, প্রফেসর মাইকেল টোভে ওই বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বিভাগের প্রধান ছিলেন। সেখানে শিক্ষকতা করেছেন ১৮ বছর। শিক্ষকতা জীবনে বিভিন্ন ধরনের গবেষণার জন্য বেশ খ্যাতি রয়েছে তার।

৭৩ বছর বয়সী ওই শিক্ষককে তিনটি অভিযোগে এরই মধ্যে দোষী সাব্যস্ত করেছে স্থানীয় আদালত। তিনি বাচ্চাদের আপত্তিকর ছবি তুলে রেখেছিলেন এবং চরম পর্যায়ের পর্নোগ্রাফি ধারণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়টির সাবেক একজন উপ-উপাচার্য বলেছেন, শিক্ষক হিসেবে মাইকেল টোভে অসাধারণ। কোনো রকমের অভিযোগ তার বিরুদ্ধে শোনা যায়নি। এমনকি শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। টোভের বিরুদ্ধে এ রকম গুরুতর অভিযোগ শুনে বেশ অবাক হয়েছেন তিনি।

জানা গেছে, ২০১৮ সালের মার্চে অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে মাইকেল টোভের ব্যক্তিগত কম্পিউটার পরীক্ষা করে দেখতে চায়। তারপর আপত্তিকর ওই ছবিগুলো পাওয়া যায়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন