২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নামাজের সালাম ফিরিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসুল্লী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩

নামাজের সালাম ফিরিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসুল্লী

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে মাগরিবের নামাজের সালাম ফিরিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মুসল্লী। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্য বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত আবু তাহের মাস্টার (৬৫) নামের ওই মুসল্লী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হোসেন।

ঘটনার সময় ওই মসজিদে থাকা মুসল্লী ও স্থানীয় বাজার ব্যবসায়ী পারভেজ খলিফা জানান, মাগরিবের নামাজের সালাম ফিরিয়েই হঠাৎ মসজিদের ফ্লোরে পড়ে যান আবু তাহের নামের ওই মুসল্লী। এরপর স্থানীয় এক চিকিৎসক এসে তার শরীরিক অবস্থা পরীক্ষা করে জানান তিনি মারা গেছেন। ওই চিকিৎসকের ধারণা মুসল্লী আবু তাহের স্ট্রোক জনিত কারণেই মারা গেছেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, নামাজের সময় এক মুসল্লীর মৃত্যুর খবর শুনেছি। খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভোগছিলেন। যার জন্যই হয়তো নামাজের সময় স্ট্রোক করে ওই মুসল্লী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।’

 

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন