৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালীতে চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করলেন প্রবাসী ভাতিজা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৪ পূর্বাহ্ণ, ১৪ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর দুমকি উপজেলায় সৌদিপ্রবাসী ভাতিজার হামলায় চাচা সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ সিকদার (৭০) নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত ছেলে শহিদ শিকদার (২৮) শনিবার হঠাৎ উত্তেজিত হয়ে তিন/চারজন প্রতিবেশীর ঘরের দরজা, জানালা ভাঙচুর করাসহ দিগ্বিদিক ছোটাছুটি করেন। একপর্যা‌য়ে তার চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারালো দা কেড়ে নিয়ে তাকেই উপর্যুপরি কুপিয়ে জখম করেন। প‌রে স্থানীয় লোকজন এক‌ত্রিত হ‌য়ে শহিদকে ধ‌রে পুলিশে সোপর্দ করে। এবং গুরুতর আহত অবস্থায় আজিজ‌কে উদ্ধার করে তাৎক্ষণিকভা‌বে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখা‌নে নেওয়ার পর বিকেলের দি‌কে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা‌রেক মো. আবদুল হান্নান।

এদি‌কে আটক শহিদ সিকদারের ভাই সবুজ সিকদার দাবি ক‌রেন, সৌদি আরব থে‌কে ফি‌রে এসে শহিদ সিকদার বেশ কিছুদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন, আজ হঠাৎ করে এমন কাণ্ড ঘটিয়েছেন।

ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বরিশালটাইমসকে জানান, নিহত আজিজ শিকদা‌রের লাশ বরিশাল হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পরে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

তবে এ ঘটনায় পূর্ব শত্রুতা না কী অন‌্য কোনো কারণ আছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না, মন্তব্য করেন ওসি।’

103 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন