২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পরিবারসহ খুন হওয়া এসএসসি পরীক্ষার্থী পেলেন জিপিএ-৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১১ অপরাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: গাজীপুরের শ্রীপুর উপজেলায মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তান হত্যাকাণ্ডে নিহত বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার এইচ এ কে একাডেমি থেকে এ বছর নুরা এসএসসি পরীক্ষা দিয়েছিল।
রোববার (৩১ মে) বিকেলে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক শাহীন সুলতানা।
তিনি জানান, নূরা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৩৯ জন। এদের মধ্যে নূরাসহ ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।
গত ২২ এপ্রিল দিবাগত রাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার আবদার গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের বসত ঘরের দোতলায় তার স্ত্রী স্মৃতি ফাতেমা (৩৮), বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১৩) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলকে (৮) ধর্ষণের পর কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ঘাতক পারভেজসহ পাঁচজনকে গ্রেফতার করে পিবিআই ও র‍্যাব।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন