২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

প্রধানমন্ত্রীর অনেক আত্মীয়-স্বজনের এখন গণভবনে প্রবেশ নিষেধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ০২ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈতিকতা থেকে আমাদের আজ অনেক কিছু শেখার আছে। তিনি আজ দেশকে দুর্নীতিমুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন তা নজিরবিহীন। তার অনেক আত্মীয়-স্বজনকে গণভবনে ঢোকা বন্ধ করে দিয়েছেন।’

শুক্রবার (১ নভেম্বর) নাজিরপুরে এক আলোচনা সভায় শ ম রেজাউল করিম এসব কথা বলেন।গণপূর্তমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সততাকে আমরা কাজে লাগিয়ে দেশকে আরও উন্নত করতে চাই। তার মতো একজন প্রধানমন্ত্রী এ দেশে আর আসবে কিনা সন্দেহ আছে। তিনি সারাদিন দেশের ও দেশের মানুষের কল্যাণের চিন্তা করেন।’শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ও আপনার শিশুকে নৈতিক শিক্ষা দেবেন। মাদক, বাল্যবিয়েও ইভটিজিং’র বিরুদ্ধে সন্তানদের সচেতন করতে হবে। যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি মানুষরূপী অমানুষ।

গতানুগতিক শিক্ষা জাতিকে উন্নত করতে পারে না। উন্নত জাতি হিসেবে পরিচিতি পেতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অশিক্ষিত জাতি অন্ধকার আকাশের মতো। আমি শেখ হাসিনার মতো একজন সৎ নেতার কর্মী হিসেবে আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে ৯২জন দুর্নীতিপরায়ন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আর ভালদের পদায়ন দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশলী প্রতিভা রানী সরকার, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবি ঠাকুর হালদার প্রমুখ।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন