৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ফনির প্রভাবে বরগুনায় বৃষ্টি শুরু, সতর্কতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ০৩ মে ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বরগুনায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এই বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।

জানা গেছে, বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে নির্ঘুম রাত কাটাচ্ছে বরগুনার নদী পাড়ের মানুষ।

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর লক্ষণ শুরুর সেই বিপদ সংকেত ঘোষণার পর থেকে বরগুনা সদরসহ ৬ উপজেলার মানুষ নিজেদের জানমাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়ছেন।

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, মানুষের জীবন ও জানমাল রক্ষা করতে উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন