২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় চার কোটি টাকা মূল্যের তক্ষকসহ গ্রেপ্তার ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চার কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। এ সময় মো. চুন্নু মিয়া (৫০) নামের ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দক্ষিণ জোন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বন্যপ্রাণী পাচার করছে কিছু পাচারকারীরা। পরে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তক্ষকগুলোসহ চুন্নুকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষকগুলোর দাম প্রায় চার কোটি টাকা।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বরিশালটাইমসকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া উদ্ধার করা তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন