২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় হোম কোয়ারেন্টাইনে ২১৩ জন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, বরগুনা :: বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টা পূর্বে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩১২ জন। ৮১ জনের মেয়াদ শেষে মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। বরগুনা জেনারেল হাসপাতালে আজ আইসোলেশনে একজনকে ভর্তি করা হয়েছে।

আজ সকালে ঢাকা থেকে পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের এক বাসিন্দা লঞ্চ যোগে বরগুনা আসলে জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য কর্মী ও পুলিশ অ্যাম্বুলেন্সে বিশেষ ব্যবস্থাপনায় তাকে বরগুনা হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন জানান, প্রাথমিকভাবে যে জ্বর তার শরীরে রয়েছে তা স্বাভাবিক। ঢাকায় যোগাযোগ করা হয়েছে, নমুনা পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন