২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে দুযোর্গ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আনসার বাহিনী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৩ অপরাহ্ণ, ০৯ নভেম্বর ২০১৯

সাইদুল ইসলাম:: বরিশালে দুযোর্গ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আনসার বাহিনী। সম্ভব্য ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী পৌছে দেওয়াসহ সর্বসাধারণের সহযোগিতায় তাদের বেশ কয়েকটি কাজ শুরু করেছে। অবশ্য ইতিমধ্যে এই বাহিনীটি বরিশাল সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য এই সংস্থাটি একটি কন্ট্রোল রুমও খুলেছে।

বরিশাল সদর উপজেলা আনসার কর্মকর্তা আয়েশা সুলতানা এবং টিআই একেএম ইদ্রিস আলী আকন বরিশালটাইমসকে জানান, জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলীর নির্দেশে তাদের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। শনিবার দুপুর থেকে তারা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু করেছেন।

এবং দুযোর্গ পরবর্তীকালীন মাঠে থাকতে তাদের বাহিনীর সদস্যরা জোর প্রস্তুতি নিয়ে রেখেছেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন