২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে শ্রমজীবী মানুষের মাঝে মানবাধিকার কমিশনের খাদ্যসামগ্রী বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১২ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরীর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সংগঠনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সরকারের পক্ষে ‘লকডাউন’ ঘোষণা হওয়ায় বরিশালে সাধারণ শ্রমজীবী মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়।

সংগঠনের বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী কাজী আল মামুন বরিশালটাইমসকে জানান, দেশের চলমান ক্রান্তিকালে কেন্দ্রীয় সিন্ধান্তের আলোকে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখা খাদ্যসামগ্রী বিতরণে উদ্যোগ নেয়। শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্যসামগ্রীর পাশাপাশি ভাইরাস থেকে সুরক্ষাউপকরণ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়েছে। প্রথমদিন বৃহস্পতিবার ২০০ জনকে দেওয়া হলেও আগামীদিনগুলো চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী যথসামান্য বিতরণের প্রস্তুতি রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ডেপুুটি গভর্নর আবু মাসুম ও মহানগরের সাধারণ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন