২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল ক্যাডেট কলেজে মাছের পোনা অবমুক্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ০৪ অক্টোবর ২০২২

 

আরিফ আহমেদ মুন্না বরিশাল ক্যাডেট কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছের পোনা এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রোববার (২ অক্টোবর) ক্যাডেট কলেজের পুকুরে কার্প জাতীয় মাছের অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশীর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পালের পরিচালনায় ওই মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ রাইহান আহমেদ পিএসসি, মেডিকেল অফিসার আসিফ মাহমুদ, সহকারী অধ্যাপক মঈন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গত ২০ সেপ্টেম্বর উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঐতিহাসিক দুর্গাসাগর দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন উন্মুক্ত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পাল। #

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন