২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল-ঢাকা মহাসড়কে পড়ে আছে গাছ, যান চলাচল বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪০ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর কাশিপুর সেনা পল্লী এলাকায় একটি বৃহৎ আকারের রেইট্রি গাছ উপড়ে সড়কে ওপরে পড়ে আছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে আকস্মিক গাছটি উপড়ে পড়লে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এবং সড়কের উভয়প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে সরিয়ে নিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- রোববার বিকেলে বৃষ্টির সাথে কিছুটা ঝড়োহাওয়া শুরু হলে আকস্মিক বিশালাকায় রেইন্ট্রি গাছটি উপড়ে পড়ে। এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলে বরিশাল-ঢাকা মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা গাছটি সরাতে ব্যর্থ হয়ে সর্বশেষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানায়- প্রকান্ড এই গাছটি সরাতে কিছুটা সময়ের প্রয়োজন। কারণ টুকরো করে কেটে নেওয়া ছাড়া সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কোন সুযোগ নেই।

বিকেল সাড়ে ৫টার সর্বশেষ খবরে প্রাপ্ত সড়ক সচল করতে এখন ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছে। অন্যদিকে সড়কের দুইপ্রান্তে কয়েক শত যানবাহন আটকে আছে। ধীরে ধীরে এদিকে নথুল্লাবাদ অপরদিকে কাশিপুর চৌমাথা পর্যন্ত যানবাহন অপেক্ষমান আছে, গন্তব্যে যাওয়ার উদ্দেশে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন