২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাঁধনের অফিস উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ২১ ফেব্রুয়ারি ২০১৯

স্বেচায় রক্তদাতাদের সংগঠন— বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের অফিস কক্ষ উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর চতুর্থ তলায় বাঁধনের অফিস কক্ষ এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল, বাঁধনের শিক্ষক উপদেষ্টামণ্ডলী লোকপ্রসাশন বিভাগের প্রভাষক মোহাম্মদ সিরাজিস সাদিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জ্বল হোসেন, উপদেষ্টা শিক্ষার্থী অনুপ চক্রবর্তী, মুজাহিদুল ইসলাম, বাঁধনের সভাপতি তৌফিক ওমর, সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ বাঁধন কর্মীরা।

এর আগে ২৯ জানুয়ারি বাঁধনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) একটি অফিস কক্ষ বরাদ্দ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৃহস্পতিবার নতুন কক্ষ উদ্বোধনের মাধ্যমে তা বাস্তবায়ন করলেন উপাচার্য।

সকালে শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট। বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে।”

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন