২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল যুবলীগ নেতা শাহিন সিকদারকে গ্রেপ্তারে পরোয়ানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০১৯

চেক প্রতারণা মামলায় বরিশাল মহানগর যুবলীগ নেতা শাহিন সিকদারকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ জানুয়ারি) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহম্মেদ এই পরোয়ানা জারি করেন।

বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন সিকদার শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মৃত মোকসেদ সিকদারের ছেলে।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে- বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক ঠিকাদার নিজামুল ইসলাম নিজামের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ৩ লাখ টাকা ধার নেন শাহিন সিকদার। কিন্তু সেই টাকা ফেরত পেতে নিজাম তাগাদা দেন। ২০১৮ সালের ৫ জুলাই শাহিন সিকদার টাকা ফেরত দিতে নিজামের বাসায় যান।

ওই সময় তিনি নগদ ৫০ হাজার টাকা ও ২ লাখ ৫০ হাজার টাকার একটি দেক দেন। একই বছর ৩ সেপ্টেম্বর নিজাম চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিসঅনার হয়। বিষয়টি শাহিন সিকদারকে জানালে সে কিছুদিন পর চেকটি ব্যাংকে উপস্থাপন করতে বলেন।

১০ সেপ্টেম্বর চেকটি পুনরায় ব্যাংকে উপস্থাপন করলে তা ফের ডিসঅনার হয়। ২৩ সেপ্টেম্বর শাহিন সিকদারকে আইনি নোটিশ দেন নিজামুল ইসলাম।

কিন্তু নোটিশের কোন জবাব না দেয়ায় ১৫ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন নিজামুল ইসলাম নিজাম।

আদালত তা আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। সমন ফেরতের ধার্য তারিখে শাহিন সিকদার আদালতে হাজির না হওয়ায় বিচারক ওই নির্দেশ দেন।’

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন