২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাংলাদেশির আক্রমণে ৩ বিএসএফ আহত!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৭ অপরাহ্ণ, ০৫ জুলাই ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: বাংলাদেশি পাচারকারীরা  আক্রমণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে মারধর করেছে।

এনডিটিভির সংবাদে বলা হয়েছে, শনিবার (৪ জুলাই) পশ্চিমবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্তে এই ঘটনা ঘটেছে।

দেশটির কর্মকর্তারা জানান, উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফের বাশঘাটা পোস্টের কাছে জুলাইয়ের ৩-৪ তারিখ রাতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বাংলাদেশি পাচারকারীদের ১০-১২ জনের একটি দলের দেখা পেলে বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের সেনারা তাদের চ্যালেঞ্জ জানায়।

বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পাচারকারীরা বিএসএফকে ঘিরে ফেলে এবং তাদের উপর নির্মম ভাবে বাঁশের লাঠি ও ‘দা’ দিয়ে হামলা চালায়। এতে তিন বিএসএফ সদস্য জখম হন।

এই কর্মকর্তারা আরও জানান, এসময় বিএসএফের সদস্যরা প্রাণ রক্ষার্থে গুলি ছুঁড়লে পাচারকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন