২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাংলাদেশি ধরতে গিয়ে পানিতে ডুবে বিএসএফ সদস্যের ‍মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

সীমান্তে কয়েক জন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে তারা চলতেই থাকে গরু নিয়ে। ওই সময়ই আচমকা বিএসএফের টহলদার দলটির এক কনস্টেবল দেবাশিস রায় পাচারকারীদের দলটিকে ধরার জন্য তাদের দিকে দৌড়ে যান।’

পরে এক বিবৃতিতে বিএসএফ বলেছে, ‘দেবাশিস পাচারকারী দলটির দিকে দৌড়ে যান। এক পর্যায়ে তাদের ধরতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদীর পাঁকে আটকে যান। তার দেহ তলিয়ে যায় পানির নিচে। দায়িত্বপালন করতে গিয়ে তার এই ত্যাগ আমরা কোনোদিন ভুলব না।’

ওই অভিযানের সময় ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। জব্দ করা হয় ৭৪’টি গবাদি পশু।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন