২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাউফলে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ২৪ মে ২০২২

বাউফলে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

মো. জসিম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা চাইতে গিয়ে জাহিদ হোসেন (২২) নামের এক বিকাশ ব্যাবসায়িকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) বেলা ১টার দিকে উপজেলার কালইয়া বন্দরের আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল বলেন, জাহিদের বড় ভাই মিলন একই এলাকার কালু ব্যাপারিকে কিছুদিন পূর্বে ২লাখ টাকা ধার দেন। সকালে ওই পাওনা টাকা চাইতে গেলে কালু ব্যাপারির সাথে মিলনের কথা কাটাকাটি হয়। দুপুর সোয়া ১টার দিকে মিলনের ছোট ভাই জাহিদ ও ফয়সাল কালাইয়া বন্দর বাজার থেকে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। দুপুর সোয়া ১টার দিকে আলী আকবর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে কালু ব্যাপারির ছেলে তাবজির নেতৃত্বে আলভি,আকাশ,নাঈম সহ ৭/৮ জনের একটি দল জাহিদের পথরোধ করে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় জাহিদের সাথে থাকা ৭০ হাজার টাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় জাহিদের মামাতো ভাই ফয়সাল ও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইদুর রহমান বলেন, ‘জাহিদের মাথায় তিনটি সেলাই লেগেছে এবং বা হাতের দুটি আঙুল ভেঙে গেছে। জাহিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।’

এবিষয়ে কালু ব্যাপারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আজকে সকালে ওরা তিন ভাই আমার বাচ্চা ছেলের সামনে আমাকে মারধর করে।’

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বরিশালটাইমসকে বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন