২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে উৎসবমুখর বিআরডিবি নির্বাচনে পিন্টু সিকদার চেয়ারম্যান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ৩০ নভেম্বর ২০২১

বাবুগঞ্জে উৎসবমুখর বিআরডিবি নির্বাচনে পিন্টু সিকদার চেয়ারম্যান

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাধীন ইউসিসিএ লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান পিন্টু সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে বিআরডিবি হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ব্যালটের মাধ্যমে সমিতির সদস্যদের ভোটে চেয়ার প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন মফিজুর রহমান পিন্টু সিকদার।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জমাদ্দার ছাতা প্রতীকে পান ২৫ ভোট। ইউসিসিএ লিমিটেডের ৫৬টি সমিতির ৫৬ জন প্রতিনিধি ওই নির্বাচনে ভোট প্রদান করেন। সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোটগণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। প্রায় এক যুগ পরে উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচনের আয়োজন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। নির্বাচনে ভোটগ্রহণ করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুখেন্দু এদবর।

নির্বাচনের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণার সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিআরডিবি’র বর্তমান চেয়ারম্যান খালেদা ওহাব, জেলা পরিষদের সদস্য মাইনুল হোসেন পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, পল্লী বিদ্যুৎ সমিতি-২’এর সভাপতি শামীম খান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, মাধবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফারুকুল ইসলাম, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ, উপজেলা পরিষদের সিএ শাহরিয়ার রহমান বাবু, ছাত্রলীগ সম্পাদক গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সম্পাদক সাইফুল ইসলাম আতিক, ছাত্রলীগ নেতা ফায়জুল হক প্রমুখসহ উভয় প্রার্থীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। #

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন