৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বাবুগঞ্জে কাজী দুলালের মায়ের কুলখানি অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০১৯

বাবুগঞ্জে কাজী দুলালের মায়ের কুলখানি অনুষ্ঠিত

✪ আরিফ আহমেদ মুন্না ॥ বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের মা মোসাম্মৎ আখতার জাহান বেগম শিরিনের (৯০) কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামে মরহুমার নিজ কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ওই কুলখানিতে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

কুলখানির মিলাদ ও দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক আতিকুর রহমান আতিক, বরিশাল ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট সামচ্ছুজ্জামান সোহেল, সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মামুন খান, মাসিক আয়কর বার্তার সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, প্রভাষক মহিদুল ইসলাম জামাল প্রমুখ।

জনপ্রতিনিধিদের মধ্যে এসময় বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদার, কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা, বরিশাল সিটি কাউন্সিলর আবুল কালাম মোল্লা, মাধবপাশা ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ, চাঁদপাশা ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কুলখানিতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, আমির হোসেন মাস্টার, যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা আকতারুজ্জামান মিলন, ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহিনুর রহমান সাহিন, প্রচার সম্পাদক শাহে আলম সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন স্বপন,

দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাসুম মৃধা, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা হেলেন, যুবলীগ নেতা আসাদুজ্জামান মেনন, সাইদুর রহমান রিপন, কবির হোসেন, আবদুর রাজ্জাক, মো. রোকন, ছাত্রলীগ নেতা আকিব মেহেদি, ফায়জুল হক, সাইফুল ইসলাম আতিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে মরহুমার ওই কুলখানিতে মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন খিলক্ষেত আলিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. হাবিবুর রহমান। দোয়া-মোনাজাতে এসময় বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়লে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের মা মোসাম্মৎ আখতার জাহান বেগম শিরিনকে (৯০) রাজধানীর মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকাকালে অবস্থার আরও অবনতি হলে ১০ আগস্ট তাকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরদিন রাত ১২টার দিকে তার রক্তচাপ শূন্য হয়ে গেলে হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে মৃত ঘোষণা করেন। #

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন