২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার বর্ণাঢ্য উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২১

আরিফ আহমেদ মুন্না >> বাবুগঞ্জে বর্ণিল নানা আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৫ জানুয়ারি) সকালে বৃহত্তর বরিশাল অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের গেস্ট অফ অনার পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে কৃষি ভবনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শাহ আলম সিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তারেকুল ইসলাম, খোরশেদ আলম, নুরুন্নাহার বেগম, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাসুম মৃধা, যুবলীগ নেতা সাইদুর রহমান রিপন, ছাত্রলীগ নেতা ফায়জুল হক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সাইফুল ইসলাম আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মী ও কৃষাণ-কৃষাণী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। সোমবার সকালে তিনদিন ব্যাপী ওই কৃষি প্রযুক্তি মেলা-২০২১ উদ্বোধনের পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি এবং দর্শনার্থীরা। এরপরে কৃষি ভবন প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন অতিথিরা।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন