২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিএনপি নেতা আলালকে নিয়ে বেকায়দায় সরোয়ার!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৩ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৮

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নগর কমিটির সভাপতি মজিবর রহমান সরোয়ার শক্তিশালী প্রার্থী। এবার এই আসনে দলীয় মনোনয়ন চাইছেন দলটির আরেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

দলের নেতা-কর্মীরা বলছেন- বরিশালে বিএনপির রাজনীতিতে সরোয়ারের একচ্ছত্র আধিপত্য দীর্ঘদিনের। দলের মধ্যে এ নিয়ে বিরোধিতা থাকলেও দলীয় পদ-পদবি ও প্রতিটি নির্বাচনে সরোয়ার তাঁর এই আধিপত্য বজায় রেখেছেন। কিন্তু এবার সরোয়ারবিরোধী পক্ষ এককাট্টা হয়ে দলীয় মনোনয়ন লাভের জন্য মাঠে নেমেছে। আর এতে নতুন যোগ হয়েছে মোয়াজ্জেম হোসেন আলালের মনোনয়ন প্রত্যাশা।

দলীয় সূত্র জানায়- বরিশাল সদর আসনে চারবার সাংসদ ছিলেন সরোয়ার। তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনেও তিনি মেয়র পদে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ আসনে এবার ১২ জন মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল। বিলকিস আক্তার বরিশাল-৫ ছাড়াও বরিশাল-৪ আসনেও মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।

নেতা-কর্মীরা বলেন- এবার বরিশাল-৫ আসনে মোয়াজ্জেম হোসেন আলাল মনোনয়ন চাওয়ায় এই আসন ও বরিশালের বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। আলাল ২০০১ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ ছিলেন। বরিশালের ভোট ও বিএনপির রাজনীতি দীর্ঘদিন মজিবর রহমান সরোয়ার এককভাবে নিয়ন্ত্রণ করছেন। এবার দলের বিলকিস আক্তার, সাবেক মেয়র আহসান হাবিব ও এবায়দুল হক এককাট্টা হয়ে সরোয়ারের বিপক্ষে মনোনয়নযুদ্ধে নেমেছেন। আলাল সদর আসনে মনোনয়ন চাওয়ায় সরোয়ারবিরোধীদের এই অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এ নিয়ে সরোয়ারের সমর্থকদের মধ্যে অস্বস্তি আছে।

তবে সরোয়ারের সমর্থকেরা বলছেন- বরিশাল সদর আসনে মজিবর রহমান সরোয়ারের বিকল্প নেই। তিনি নিজের ইচ্ছায় নয়, দলের স্বার্থে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই নির্বাচনও ছিল বিএনপির আন্দোলনের অংশ। তাতে নজিরবিহীন কারচুপি হয়েছে।

বিলকিস আক্তার আরও বলেন- তিনি (সরোয়ার) মনোনয়ন চেয়েছেন, এটা ঠিক। তবে তাঁদের আশা, আগামী নির্বাচনে অন্য মনোনয়নপ্রত্যাশী কাউকে নেতৃত্ব দিয়ে তিনি নির্বাচন করাবেন।

আহসান হাবিব কামাল বলেন- তিনি (সরোয়ার) গত সিটি নির্বাচনে যে ‘পারফরম্যান্স’ দেখিয়েছেন, তাতে আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখেন না।

এবায়দুল হক চান বলেন- একজন মানুষ সব নির্বাচনে অংশ নেবে, মনোনয়ন নেবে—এটা তো হয় না। তিনি বক্তৃতায় সবাইকে দলের শৃঙ্খলা মানতে বলেন অথচ তিনি নিজে মানেন না।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন- ‘আমার ঘরবাড়ি সব বরিশাল সদরে। আমি এখানেরই ভোটার। ২০০১ সালে দলের প্রয়োজনে আমাকে বরিশাল-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল।’ সরোয়ার জেলা, নগর, কেন্দ্রীয় সব পদ দীর্ঘদিন ধরে আঁকড়ে আছেন মন্তব্য করে তিনি বলেন, দল যাঁকেই মনোনয়ন দিক, তিনি তাঁর পক্ষে কাজ করবেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু বরিশালে বিএনপির রাজনৈতিক অবস্থান, দুঃসময়ে দলের নেতৃত্ব দেওয়া—এসব অবশ্যই মনোনয়ন বোর্ডের বিবেচনায় থাকবে। কার কতটুকু জনপ্রিয়তা, ভোটের মাঠে কে কতটা টিকে থাকতে পারবেন, সেসব বিষয় কেন্দ্র জানে। তাই মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন