২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বের প্রথম আইপিএস গেমিং মনিটর এলজি’র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৮ অপরাহ্ণ, ১২ জুন ২০১৯

প্রযুক্তি দুনিয়ায় প্রথমবারের মতো আইআইপিএস গেমিং মনিটর আনলো কোরিয়ান টেক জায়ান্ট এলজি। এ বছরের ইলেকট্রোনিক এন্টারটেইনমেন্ট এক্সপো-তে দেখানো হয়েছে মনিটরটি। এতে রয়েছে ১এমএস জিটিজি রেসপন্স। এই অসাধারণ মনিটর পাওয়া যাবে ২৭ ইঞ্চি (২৭জিএল৮৫০) এবং ৩৮ ইঞ্চি (৩৮জিএল৯৫০জি০) সংস্করণে। দুটো মডেলই কার্ভড স্ক্রিনের ন্যূনতম বেজেলের। অর্থাৎ, বাঁকানো পর্দার চারপাশে কার্নিস নেই বললেই চলে। দুটো মডেলেই আছে ৯৮ শতাংশ ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট।

২৭ ইঞ্চি মডেলটি এনভিডিয়া’র জি-সিনক এর জন্যে উপযুক্ত। এর রিফ্রেশ রেট ১৪৪হার্জ। এর রেজ্যুলেশন ২৫৬০x১৪৪০, যার সর্বোচ্চ ঔজ্জ্বলতা ৩৫০ নিট। এইচডিআর১০ কনটেন্টের জন্যেও উপযুক্ত। আছে দুটো এইচডিআমআই পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ট।

৩৮ ইঞ্চি মডেলটি আরো চমকপ্রদ। এর রেজ্যুলেশন বেশি- ডাব্লিউকিউএইচডি (৩৮৪০x১৬০০)। সর্বোচ্চ ঔজ্জ্বল্য ৪৫০ নিট। এর বেজ রিফ্রেশ রেট ১৪৪হার্জ। আর ১৭৫হার্জ পর্যন্ত ওভারক্লকড হতে পারে। এনভিডিয়া’র জি-সিনক এবং ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০ স্ট্যান্ডার্ডের জন্যে উপযুক্ত। পেছনে আছে একটি এইচডিএমআই পোর্ট এবং ডিসপ্লে পোর্ট। পেছনে আরো আছে আরজিবি লাইটিং, স্পেয়ার লাইটিং ২.০. এলজি। ডায়নামিক অ্যাকশন সিঙ্ক মোড এর গেমিং অভিজ্ঞতাকে আরো বেশি উপভোগ্য করবে।

আপাতত ২৭ ইঞ্চি সংস্করণ বিক্রি শুরু হবে। তবে অগ্রিম অর্ডার করতে হবে। অবশ্য আপাতত আমেরিকার বাজারেই ছাড়া হবে জুলাইয়ের এক তারিখ থেকে। ইউরোপীয় বাজারে আসবে বছরের তৃতীয় প্রান্তিকে। তবে দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি। আর ৩৮ ইঞ্চি মডেল কবে নাগাদ আসবে তা এখনো বলা যায় না।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন