২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভাইরাসে আক্রান্ত ভারতের সুপ্রিম কোর্টের ৬ বিচারক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন ::  ভারতের সুপ্রিম কোর্টের ছয় বিচারক সোয়াইন ফ্লু (এইচওয়ানএনওয়ান ভাইরাস) আক্রান্ত হয়েছেন। এ জন্য তারা আজ মঙ্গলবার আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।

সুপ্রিম কোর্টের বিচারক ডিওয়াই চন্দ্রচাদ আইনজীবীদের এমন তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সুপ্রিম কোর্টের বিচারক ডিওয়াই চন্দ্রচাদ বলেন, ‘সুপ্রিম কোর্টের ছয় বিচারক এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হওয়ায় অন্যান্য বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান বিচারপতি শারদ আরভিন্দ ববদ। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্যদের এই ভাইরাসের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিচারক আরও বলেন, ‘এই ভাইরাস সংক্রমণের কারণে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সভাপতি দুশিয়ান্ত দেভের সঙ্গে আলোচনা করে হয়েছে। সুপ্রিম কোর্টে কর্মরত সকলের জন্য এই ভাইরাসের টিকার ব্যবস্থা করা হবে।’

দুশিয়ান্ত দেভ সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, ছয় বিচারপতি ছাড়াও বিচারের শুনানিতে অংশগ্রহণ করা কয়েকজন বিদেশি প্রতিনিধিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন