২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভান্ডারিয়ায় নকল করার দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৬ অপরাহ্ণ, ০৯ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর :: পিরোজপুরের ভান্ডারিয়ায় দাখিল পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল (এসএসসি ও সমমানের) পরীক্ষায় রোববার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনকালে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে কেন্দ্র সচিবের কাছে সোপর্দ করলে তাদের চলতি বছরের জন্য সব বিষয়ে বহিষ্কার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বহিষ্কারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসদুপায় অবলম্বনের দায়ে ওই দুই পরীক্ষার্থীকে চলতি বছর আর কোন বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন