২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভুয়া ডিআইজি গ্রেপ্তার!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ০৪ নভেম্বর ২০১৮

দুর্নীতি দমন (দুদক) কমিশনের ডিআইজি পরিচয়দানকারী ও ২টি হত্যা মামলাসহ ৬ মামলার পলাতক আসামী আশরাফুল রহমান দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পরে রোববার দুপুরে মাদকদ্রব্য আইনের একটি মামলায় আদালতে প্রেরণ করেছে।

থানা পুলিশ সূত্র জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দক্ষিণ আইচা থানা পুলিশ উপজেলার বাবুরহাট নামক এলাকা থেকে ইয়াবাসহ শনিবার বিকেলে আশরাফুল রহমান দিপুকে (২১) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার টাঙ্গাইল, গাজীপুর ও পটুয়াখালী জেলায় ২টি হত্যাসহ প্রতারণার অভিযোগে ৬টি মামলা রয়েছে।

গ্রেফতার দিপুর পিতা আবদুল জলিল ওরফে মতু ফকির জানান, তার ছেলে দিপু অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছে। তিনি এক সেনা কর্মকর্তার বাসায় কাজ করার সুবাদে দিপু সেখানে আসা যাওয়া করত। এক সময় ওই কর্মকর্তাসহ দিপু মামলার আসামী হয়।

ইয়াবাসহ গ্রেফতারের ব্যাপারে তিনি বলেন- এটি ষড়যন্ত্র।

এর আগে ২০১৪ সালে ডিআইজি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে দক্ষিণ আইচা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার জানান, দিপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন