২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভুয়া প্যাথলজি রিপোর্ট দেয়ায় ল্যাব টেকনিশিয়ানকে কারাদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ২৪ জুলাই ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বন্দরে আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ল্যাব টেকনিশিয়ান আব্দুল্লাহকে (৩৭) চার মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মী ভৌমিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উর্মি ভৌমিক বরিশালটাইমসকে জানান, ভুয়া প্যাথোলজিক্যাল রিপোর্ট দেওয়া ও রোগীদের সেবায় অবহেলার দায়ে ওই ল্যাব টেকনিশিয়ানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন