২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় করোনার নমুনা সংগ্রহের তিনটি বুথ দিল প্রাণ-আরএফএল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ১২ মে ২০২০

বিশেষ বার্তা পরিবেশক:: করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ভোলার তিনটি হাসপাতালকে নমুনা সংগ্রহের বুথ (উইস্ক কেবিন) দিল দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের কাছে দুটি উইস্ক কেবিন হস্তান্তর করা হয়।

অন্যদিকে রোববার ভোলা সদর হাসপাতালকে একটি কেবিন প্রদান করা হয়। ভোলা জেলার সিভিল সার্জন রতন কুমার ঢালী উইস্ক কেবিনটি গ্রহণ করেন। সোমবার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি করে উইস্ক কেবিন দেওয়া হয় প্রাণ-আরএফএলের পক্ষ থেকে।

প্রাণ-আরএফএলের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ বিভিন্ন পেশাজীবী জীবন বাজি রেখে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এটি করতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনাভাইরাস অত্যন্ত ছোঁয়াচে রোগ। যাঁরা কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন, তাঁদের কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। নমুনা সংগ্রহের বুথে থাকা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে উইস্ক কেবিন দিয়েছি।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে তিনটি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালকে একটি কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ দেয় প্রাণ-আরএফএল।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন