২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২৩

মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ

মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি:: “বঙ্গবন্ধুর বাংলাদেশে’ পুলিশ আছে জনতার পাশে” এই স্লোগানকে ধারণ করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে মঠবাড়িয়া থানার আয়োজনে পৌরশহরের খাস মহল লতীফ ইনস্টিটিউশন প্রাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আলোকিত মঠবাড়িয়া গড়ার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক( ডিআইজি) এস এম আখতারুজ্জামান।

পিরোজপুর পুলিশ সুপার সাইদুর (পিপিএম সেবা) এর সভাপতিত্বে ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়,উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক,মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

এছাড়াও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামারুজ্জামান তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, ইমাম মাওলানা আবু তাহের, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ সওজাল, উপজেলা হিন্দু -বৌদ্ধ ঐক্য পারিষদ সভাপতি কাজল দাস, খাস মহল লতীফ ইনস্টিটিউশনের শিক্ষার্থী মরিয়ম আক্তার সুলতানা প্রমুখ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ইমাম, পুরোহিত, জন প্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন