৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মদ খেয়ে সমাজসেবা কর্মচারীর মাতলামি, অতঃপর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৬ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২০

বার্তা পরিবেশক তালতলী (বরগুনা):: চোলাই মদ খেয়ে মাতলামি করায় বরগুনার তালতলীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ রায় (২৫) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে ওই বিদ্যালয়ের সামনে অবস্থান করে উপজেলা সমাজসেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ ও তার এক সহযোগী মদ খেয়ে মাতলামি করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সহযোগী পালিয়ে গেলেও দেবাশিষকে আড়াই লিটার চোলাই মদসহ আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বরিশালটাইমসকে জানান, চোলাই মদসহ গ্রেপ্তার হওয়া সমাজসেবা অফিসের ওই কর্মচারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন