২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শত্রুতা উদ্ধারে সাগরে জেলে ট্রলার ডুবিয়ে দেওয়ার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৯ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বরগুনা:: শত্রুতা উদ্ধারে প্রতিপক্ষ জেলেদের মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাগরে দীর্ঘ সময় হাবুডুবু খাওয়ার পর ওই জেলেদের উদ্ধার করা হয়। তালতলী থানায় ও তালতলী প্রেসক্লাবে এসে আজ রোববার এমন অভিযোগ করেন ওই ট্রলারের মালিক সোলেমান (২৫) ও তার বাবা আবুল হোসেন হাওলাদার।

পুলিশ ওই অভিযোগের বরাত দিয়ে জানায়, সাগরে জাল পাতাকে কেন্দ্র করে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের সঙ্গে পাশের শানু খলিফার লোকদের বিরোধ চলে আসছিল। আবুল হোসেন হাওলাদারের ছেলে জেলে সোলেমান গত বুধবার তার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে জাল ফেলতে যান।

ওই জাল টানার সময় হঠাৎ করে শানু খলিফা তার বড় ট্রলারটি সোলায়মানের ট্রলারের ওপর আড়াআড়িভাবে উঠিয়ে দেন। এতে করে সোলায়মানের ট্রলারটি তাৎক্ষণিকভাবে ডুবে যায়। সোলায়মানের ট্রলারসহ তিনজন জেলে পাঁচ ঘণ্টা সাগরে হাবুডুবু খায়। পরে আরেকজন জেলে ট্রলার এনে তাদের উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া ওই তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তালতলী থানার ওসি বরিশালটাইমসকে জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন